স্টুডেন্টদের কথা চিন্তা করে বিকাশ নিয়ে এসেছে দারুণ সুযোগ। এতদিন এনআইডি ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায়নি। কিন্তু এবার সেই লিমিটেশন আর থাকছে না। স্টুডেন্টরা চাইলে এবার তাদের জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবে।
আজকের আর্টিকেলে শেয়ার করা হবে কিভাবে জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে হয় তার কমপ্লিট গাইড।
আমরা সবাই জানি স্টুডেন্টদের নানান সময় বিকাশ ব্যাবহার করতে হয়। বেশিরভাগ সময়ে তারা তাদের গার্ডিয়ানের বিকাশ বা বিকাশ এজেন্টদের ওপর নির্ভরশীল হয়।
পেমেন্ট করার জন্য, মোবাইল রিচার্জ করার জন্য তাদের বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হতো নিজের বিকাশ একাউন্ট না থাকার কারণে। কিন্তু এখন স্টুডেন্ট একাউন্টের মাধ্যমে বিকাশের যত ফিচার আছে বেশিরভাগগুলোই তারা এনজয় করতে পারবে বিকাশ স্টুডেন্ট একাউন্টের মাধ্যমে। চলুন শুরু করা যাক কিভাবে জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে হয়।
প্রথমেই বিকাশের কিছু রিকোয়ারমেন্ট আছে স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে। কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় এক্ষেত্রে।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলো-
বয়স অবশ্যই ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে
ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। অর্থাৎ জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে। আরো সহজ করে বললে আপনার জন্মনিবন্ধনের কোড নাম্বারটি বার্থ রেজিস্ট্রেশন ওয়েবসাইটে এন্টার করলে যেন আপনার জন্মনিবন্ধনটি আসে।
নিজের একটা মোবাইল নাম্বার লাগবে যে নাম্বারে আগে কখনো বিকাশ একাউন্ট খোলা হয় নি।
নমিনি হিসেবে আপনার বাবা অথবা মা যেকোন একজনের বিকাশ একাউন্ট নাম্বার লাগবে।
এসব যদি ঠিক থাকে তাহলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন। আগে থেকেই ইনস্টল করা থাকলে আপডেট করে লেটেস্ট ভার্সনে নিয়ে আসুন।
এখানে একটা বিষয়, যে মোবাইল নম্বর থেকে আপনি বিকাশ একাউন্ট ক্রিয়েট করবেন তার সিম যেন মোবাইলে থাকে।
ওকে, এবার বিকাশ অ্যাপটা ওপেন করে হোমপেজে 'লগইন/রেজিস্ট্রেশন' বাটনে ক্লিক করুন।
এরপর আপনার ফোন নাম্বার দিয়ে অপারেটর সিলেক্ট করে পরবর্তী পেজে চলে যাবেন। আপনার ফোন নাম্বারে একটা OTP কোড পাঠানো হবে। যেটা অটোম্যাটিক্যালি বিকাশ আপনার ফোন থেকে নিয়ে অটোফিল করে নিবে।
এরপর আপনার একাউন্টের পরিচয় জানতে চাওয়া হবে অর্থাৎ জন্ম সনদ নাকি জাতীয় পরিচয়পত্র দিয়ে একাউন্ট ক্রিয়েট করবেন সেটা। এবার এখান থেকে জন্মসনদ সিলেক্ট করবেন আপনি যেহেতু স্টুডেন্ট একাউন্ট খুলবেন।
তারপর পরবর্তী ধাপে গেলে ক্যামেরা ওপেন হবে এবং আপনার জন্ম নিবন্ধনের একটা পারফেক্ট ছবি তুলতে বলা হবে। খেয়াল রাখবেন ছবি তোলার সময় পর্যাপ্ত আলো যেন থাকে এবং খুব ক্লিয়ারলি সব তথ্য কাভার করে ছবিটা যেন ওঠে।
ছবি তোলা হয়ে গেলেই জন্মনিবন্ধন অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং জন্মনিবন্ধন নাম্বার আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসবে। যদি না আসে তাহলে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে আনতে হবে। বা আসলেও যদি ভুল আসে তাহলে অবশ্যই চেক করে নিবেন। মনে রাখবেন আপনার নাম, জন্ম তারিখ ইত্যাদি হুবহু আপনার জন্মনিবন্ধনে যেমন আছে তেমনই হতে হবে।
এখানে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। যদি পরবর্তীতে ভেরিফিকেশনে না মিলে তাহলে বিকাশ একাউন্ট ক্রিয়েট করা হবে না।
পরের পেজে আপনার আরো কিছু তথ্য চাওয়া হবে। যেমন আপনার জেন্ডার, আয়ের উৎস, আপনার মাসিক ইনকাম, আপনার পেশা ইত্যাদি। এই তথ্যগুলো নিজের মতো করে সিলেক্ট করে পরবর্তী ধাপে যাবেন।
এই পেজে আপনাকে নমিনি সিলেক্ট করতে হবে বাবা কিংবা মা। এখানে মা অথবা বাবা যাকেই সিলেক্ট করবেন তার নাম (আপনার জন্মসনদে যেভাবে আছে) এবং বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে।
ঐ নাম্বারে একটা OTP যাবে নমিনির সম্মতির জন্য।
এবার এর পরের পেজে আপনাকে একটা সেলফি তুলতে বলা হবে।
সুশীল, মার্জিত কাপড় চোপড় পড়ে যথেষ্ট আলোতে নিজের একটা সেলফি তুলে দিবেন।
পরবর্তী পেজে দেখতে পাবেন আপনার সব ইনফরমেশন সাবমিট করা হয়ে গিয়েছে। আপনার কাছ থেকে কিছু সময় চাওয়া হবে সব তথ্য ভেরিফিকেশনের জন্য।
এরপর আপনার বাবা কিংবা মা যাকে আপনি নমিনি সিলেক্ট করেছিলেন তার বিকাশ নাম্বারে একটা OTP পাঠানো হবে।
পরবর্তী পেজে গিয়ে আপনি OTP টা সাবমিট করবেন। এবার আপনি আবার অ্যাপে গিয়ে নাম্বার দিয়ে নতুন করে লগইন করলেই নতুন করে আপনাকে পিন সেট করতে হবে পাঁচ সংখ্যার।
পিনটা আপনাকে একটু জটিল করে দিতে হবে। আবার এটা আপনাকে সবসময় মুখস্থও রাখতে হবে। কারণ পরবর্তী সময়ে অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্টে লগইন করতে হলে আপনার ঐ পিনটাই প্রয়োজন হবে। পিন নাম্বারটা কারো সাথে শেয়ার করবেন না, একান্ত নিজের কাছেই রাখবেন।
এভাবেই কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই হয়ে যাবে আপনার বিকাশ স্টুডেন্ট একাউন্ট। আমি ধাপগুলো এক্সপ্লেইন করাতে হয়তো বা অনেক লম্বা হয়েছে কিন্তু পুরো প্রক্রিয়াটা আপনি এক মিনিটেই শেষ করতে পারবেন।
আপনি স্টুডেন্ট একাউন্ট থেকে কি কি সুবিধা পাবেন বা কি কি লিমিটেশন আছে সবগুলোই বিকাশ অ্যাপে পাবেন। নরমাল বিকাশ অ্যাপে যা যা করা যায় তার অধিকাংশই আপনি এখান থেকে করতে পারবেন।
ব্যাস, হয়ে গেল আপনার জন্মসনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলা। কমেন্টে জানান খুলতে পেরেছেন কিনা।
সোর্স: Sohag360
0 Comments