Wavefun Star 2 TWS প্রাইস ইন বাংলাদেশ

দারাজে এই মুহূর্তে Wavefun Star 2 TWS গুলোর প্রাইস 2390 টাকা। অরিজিনালি এসবের প্রাইস 2900 টাকার মতো।

Wavefun Star 2 TWS price in Bangladesh

তবে আমার মনে হয় শুধু প্রাইজ জেনেই TWS গুলো আপনার কিনে ফেলা উচিত হবে না। কেনার আগে এসব TWS গুলোর কোয়ালিটি সম্পর্কে আপনার জানা উচিত। এসবের কোয়ালিটি নিয়েই এই রিভিউ আর্টিকেল। আশা করি ধৈর্য্য সহকারে পড়বেন।

খুবই চমৎকার একটি এয়ারবাড বা TWS হতে যাচ্ছে Wavefun Star 2 আপনাদের জন্য। আশা করি Wavefun Star 2 এর সম্পূর্ণ রিভিউ পড়ে প্রোডাক্টটি সম্পর্কে বুঝতে পারবেন।

Wavefun Star 2 TWS কেস

সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি কেসে করে Wavefun Star 2 আসে। কেসটি খুব বড়ও না আবার খুব ছোটও না। উপরের দিকে সার্কেল শেপের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ডিসপ্লে থেকে আপনি কোন এয়ারবাড বা TWS এ কি পরিমান চার্জ আছে তা দেখতে পারবেন এবং ওভারঅল কেসের চার্জ কতটুকু আছে সেটাও দেখতে পারবেন। 

কেসটা হলো ম্যাট কালারের দ্যাটস লুকস ভেরি নাইস। বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড। নিচের দিকে একটি USB - C পোর্ট আছে যেটা দিয়ে আপনি TWS টিকে চার্জ করতে পারবেন। 

Wavefun Star 2 এয়ারবাডস

কেসটা ওপেন করলে স্ট্যাম স্টাইলের এয়ারবাডসগুলো দেখতে পাবেন। এগুলো খুবই সলিড বিল্ড কোয়ালিটির। TWS গুলোর উপরের সারফেসটা হলো ম্যাট ফিনিশের এবং বাকি পুরো বডিটাই হলো গ্লসি।

Wavefun Star 2 TWS গুলোতে টাচ সারফেস আছে যা দিয়ে খুব ভালোভাবেই TWS গুলোকে কন্ট্রোল করা যায়। টাচগুলো খুব ভালোভাবেই কাজ করে। 

TWS গুলোর কোয়ালিটি বাজেট অনুযায়ী বেশ ভালো। কানে যদি সেট করেন খুব কমফোর্টেবল ফিল পাবেন কারণ এগুলোর ওজন মাত্র 3.9 গ্রাম। সো খুবই হালকা ওজনের। তাই দীর্ঘ সময় পরে কানে লাগিয়ে থাকলেও বোরিং ফিল হয় না। এগুলো নিয়ে আপনি কানকে খুব ঝাকাঝাকি করতে পারবেন। কোন সমস্যা হবে না।

Wavefun Star 2 TWS একসেসরিজ 

বক্সে তিনটা ভিন্ন ভিন্ন সাইজের এয়ার টিপ দেওয়া আছে। আপনার যদি সমস্যা হয় তাহলে পরিবর্তন করে নিতে পারবেন। 

Wavefun Star 2 TWS ANC ফিচার

ইম্প্রেসিভ বিষয় হলো, এই TWS গুলোতে একটিভ নয়েজ ক্যান্সেলেশনও (ANC) কিন্তু আছে। এই রেঞ্জের TWS গুলোর বিচারে যদি বলি তাহলে খুব আহামরি ভালো না,আবার খারাপও না। অর্থাৎ এভারেজ মানের। কানে খুব একটা প্রেশার ক্রিয়েট করে না। 

Wavefun Star 2 TWS সাউন্ড কোয়ালিটি 

এখন এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলা যাক। এক লাইনে যদি বলি, যারা বেইজ লাভার আছেন তাদের জন্য এটি হ্যান্ডস ডাউন রিকমেন্ডেড। বেইজের কথা যেহেতু বলছি, এই রেঞ্জের অনেক TWS এ কোয়ালিটি বেইজ দেওয়া হয় না। কিন্তু এটাতে বেশ ভালো কোয়ালিটি বেইজ প্রোভাইড করা হয়েছে। খুবই সুন্দর একটা ফিল আপনি পাবেন বেইজের ক্ষেত্রে। 

তবে এই ক্যাটাগরির TWS গুলোতে বেইজে যদি বেশি ফোকাস করা হয় তাহলে অন্যান্য কোয়ালিটি গুলো খানিকটা ডাউন হয়ে যায়। Wavefun Star 2 TWS গুলোতেও সেইম জিনিসটাই হয়েছে। 

এটার Clarity একটু কম। স্পেশালি মিড লেভেল ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো শুনতে সামান্য Muddy লাগছিল। 

তবে এটি স্পেসিফিক কিছু টাইপের মানুষকে বেশ Satisfied করবে, স্পেশালি যারা মডার্ন বেইজি গানগুলো পছন্দ করেন তাদের জন্য। তবে যারা একটু ইনস্ট্রুমেন্টাল টাইপ গান পছন্দ করেন তাদের এই TWS গুলোর সাউন্ড কোয়ালিটিতে সামান্য ইস্যু মনে হতে পারে।

Wavefun Star 2 TWS ব্যাটারি ব্যাকআপ

এবার এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলা যাক। ANC (Active Noise Cancellation) অন করে এই TWS গুলো ব্যবহার করলে আপনি 2 থেকে 2.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ANC অফ করে শুনলে 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। 

তবে TWS গুলোর কেস থেকে আপনি চাইলে এগুলোকে তিন থেকে চারবার ফুল চার্জ করতে পারবেন। সো, সেই বিবেচনায় 12 থেকে 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই কেসটি থেকে। তবে হ্যা, এটাতে ট্রান্সপারেন্সি মুডও আছে। 

আরো দেখুন,

Wavefun Star 2 TWS অ্যাপ সাপোর্ট 

সবশেষে, Wavefun Star 2 TWS গুলোর নেগেটিভ সাইট যদি বলি তাহলে এর অ্যাপ সাপোর্ট। এখন TWS গুলোর মতো একই প্রাইস রেঞ্জে অনেক TWS পাওয়া যায় যেগুলোতে অ্যাপ সাপোর্ট থাকে। এতে করে ইউজাররা অনেক ফিচারস থেকে বঞ্চিত হবে। আমার মনে হয় এই জায়গায় Wavefun এর আরো সিরিয়াস হওয়া উচিত।

সোর্স : Sohag360

Post a Comment

0 Comments