এখনকার সময় নতুন ল্যাপটপ ইউজারদের মধ্যে একটি ব্যাপারে দ্বিধা সবসময়ই দেখা যায় যে AMD নাকি INTEL প্রসেসরের ল্যাপটপ নিব। আসলে তাদের সন্দেহের জায়গাটা ঠিক। খুবই সতর্কতার সাথে ল্যাপটপ প্রসেসরের বিষয়টি দেখতে হয় যে কোন্ প্রসেসরের ল্যাপটপ আপনার জন্য বেস্ট হবে।
তবে এই আর্টিকেলটি পড়ার পর আর আপনার আর ইনটেল বা এএমডি প্রসেসরের ল্যাপটপ বাছাইয়ের ক্ষেত্রে আর কোন সন্দেহ থাকবে না। আপনার জন্য সেরা প্রসেসরের ল্যাপটপটি কিনতে পারবেন। আপনি গ্যামিং করুন, এডিটিং করুন বা মাল্টিটাস্কিং করুন প্রসেসরের ব্যাপারে আইডিয়া একদমই ক্লিয়ার হয়ে যাবে।
তাই আর্টিকেলটি ধৈর্য্য নিয়ে পড়ার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক।
১. কোন প্রসেসরের ল্যাপটপ নিবেন; INTEL নাকি AMD
প্রথমেই ল্যাপটপ দিয়ে শুরু করা যাক। এক কথায় আপনার জন্য INTEL প্রসেসরের ল্যাপটপগুলো বেস্ট চয়েস হবে। ইনটেলের ল্যাপটপগুলো এএমডির তুলনায় অনেক বেশি ইফিসিয়েন্ট এবং ফাস্ট। এছাড়াও ইনটেলের ল্যাপটপগুলোতে ক্লক স্পিড বেশি থাকে। মোটকথা যদি বলতে হয় তাহলে পারফরম্যান্সের দিক থেকে ইনটেলের ল্যাপটপগুলো এএমডির তুলনায় প্রায় 15% বেশি ফাস্ট।
তাহলে কি ডেক্সটপের ক্ষেত্রেও একই? না, ডেক্সটপের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। চলুন বিষয়টি নিয়ে আলোচনা করা যাক।
২. ডেক্সটপের জন্য কোনটি ভালো প্রসেসর? AMD নাকি INTEL
ডেক্সটপের জন্য যদি আপনি প্রসেসরের কথা চিন্তা করেন তাহলে এখানে প্রাইসের বিশেষ কিছু পার্থক্য রয়েছে। যেমন ইনটেলের একটি প্রসেসর যদি আপনি ২০,০০০ টাকা দিয়ে কেনেন তাহলে ঐ একই কোয়ালিটি বা স্পেসিফিকেশন এর এএমডি এর প্রসেসর আপনি ১৭,০০০ টাকায় পাবেন অর্থাৎ দুই থেকে তিন হাজার টাকা কম দিয়ে পাচ্ছেন।
সো একই স্পেসিফিকেশনের প্রসেসর আপনি ইনটেলের তুলনায় এএমডিতে কম প্রাইসে পাচ্ছেন।
দেখা গেল প্রাইসের ক্ষেত্রে আপনি এএমডি এর প্রসেসর কিনে সাশ্রয় করলেন। কিন্তু এমন কিছু নির্দিষ্ট কাজ আছে যেগুলোর কোনটার জন্য ইনটেল আবার কোনটার জন্য ইনটেল প্রসেসর বেস্ট। সেগুলো নিয়ে আমরা পরের স্টেপে আলোচনা করছি।
তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনি কম দামে পিসি বিল্ড করতে চান বা আপনার বাজেট যদি হয় ৫০ থেকে ৭০ হাজারের মধ্যে তাহলে আপনার জন্য সাশ্রয়ী প্রসেসর হচ্ছে এএমডি।
৩. কোন কাজের জন্য কোন প্রসেসর
এবারের টপিকটি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ধরুন, কথা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য কোন প্রসেসর নিব বা গেমিংয়ের জন্যই বা কোন প্রসেসর। প্রথমে ভিডিও এডিটিং নিয়ে কথা বলি।
ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট প্রসেসর হলো এএমডি। কারণ এএমডি প্রসেসরের মাল্টি-কোর বেশি থাকে। আর ভিডিও রেন্ডারিংয়ের ক্ষেত্রে মাল্টি কোর সবচেয়ে বেশি হেল্প করে।
স্পেসিফিকেলি আপনি যদি ভিডিও এডিটিংয়ের জন্য প্রসেসরের খোঁজ করেন তাহলে এএমডি আপনার জন্য ওয়ান এন্ড অনলি চয়েস।
এছাড়াও আপনি যদি 3D রেন্ডারিংয়ের কাজ করেন বা মাল্টি টাস্কিং করেন তাও প্রসেসর এএমডিই নিবেন।
এবার চলে আসি গেমিংয়ের বেলায়। সহজ কথায় গেমিংয়ের জন্য ইনটেল প্রসেসরই সেরা কারণ ইনটেল হল সিঙ্গেল কোর প্রসেসর। আর গেমিংয়ের ক্ষেত্রে বেটার পারফরম্যান্স দিয়ে থাকে সিঙ্গেল কোরের প্রসেসরগুলো।
গেমিং কত বেশি স্মুথ হবে তা নির্ভর করে FPS এর উপর। FPS হলো Frame Per Second। FPS যত বেশি হবে তত বেশি গেমিং স্মুথ হবে। আর FPS নির্ভর করে সিঙ্গেল কোর প্রসেসরের পারফরম্যান্সের উপর।
৪. AMD বা INTEL; কোনটি বেশি হিট হয়
তুলনামূলক একটি AMD এর প্রসেসর INTEL এর প্রসেসরের তুলনায় বেশি হিট জেনারেট করে। আর বিদ্যুৎ খরচটাও AMD এর প্রসেসরে একটু বেশিই হয়।
৫. বেসিক ইউজের জন্য কোন প্রসেসর নিবেন
অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে আমি আমার কম্পিউটারটা একদমই বেসিক ইউজ করব লাইক হালকা পাতলা ব্রাউজিং, এমএস অফিসে টুকটাক কাজ করব, ই-মেইল করব ইত্যাদি। তাহলে আমার জন্য কোনটা বেস্ট হবে।
আমি এক্ষেত্রে বলব কম্পিউটার বেসিক ইউজের জন্য AMD-ই বেস্ট। কারণ এটা কম দামের মধ্যে পাবেন। আর গেমিংয়ের জন্য নিতে চাইলে INTEL এর দিকে যেতে পারেন।
শেষকথা
আশা করি আপনারা এতক্ষণে ডিসাইড করে ফেলেছেন কাজের ভিত্তিতে AMD বা INTEL কোন প্রসেসরের কম্পিউটার আপনার জন্য যুতসই হবে এবং প্রসেসর সম্পর্কিত পুরো বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নিচে আমাদের ফাইভ স্টার রেটিং দিন।
সোর্স: AFR Technology
0 Comments