Dahua Hero A1 - চুরি ঠেকানোর বাজেট সমাধান

আজকাল অনেকেই আমরা বাসা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে চুরি নিয়ে অতিষ্ঠ। স্মার্ট টেকনোলজির এই যুগে আইপি ক্যামেরা, যাকে আমরা সিসিটিভি ক্যামেরাও বলে থাকি, আমাদের জন্য নিয়ে এসেছে সহজ সমাধান। আজকে আমরা এমনই একটি ডিভাইস বা আইপি (সিসিটিভি) ক্যামেরা Dahua Hero A1 নিয়ে কথা বলব।

Dahua Hero A1 সিসি ক্যামেরা

Dahua কোম্পানির নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। সারভেইল্যান্স জগতে তাদের নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। সম্প্রতি তারা খুব বড়সড় ইভেন্ট করেই বাংলাদেশে এই ক্যামেরাটি লঞ্চ করেছে।সেই হিসেবে প্রাইসেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

অনেক সময় বাজারের অনেক সিসিটিভি ক্যামেরা আমাদের জন্য খুবই এক্সপেনসিভ হয়ে যায়। কিন্তু Dahua Hero A1 বাজেট ফ্রেন্ডলি চুরি ঠেকানোর জন্য সিসিটিভি ক্যামেরা। কিন্তু Dahua Hero A1 এক্ষেত্রে ব্যতিক্রম এবং বাজেট ফ্রেন্ডলি সিসিটিভি ক্যামেরা। আমি এখানে সরাসরি এর প্রাইস উল্লেখ করছি না। আপনারা চাইলে Amazon থেকে এটি দেখে নিতে পারেন। চলুন‌ এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক।

Dahua Hero A1 এর দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়। একটি 3MP ক্যামেরার এবং অন্যটি 5MP এর। 5MP ভ্যারিয়েন্টটির প্রাইস সামান্য বেশি।

Dahua Hero A1 নামের ছোট্ট এই ডিভাইসটি আপনার বাসা, অফিস, দোকান, গাড়ির গ্যারেজ এবং অন্যান্য অনেক জায়গাকেই সেফ এন্ড সিকিউরড রাখতে পারে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন, চুরির হাত থেকে।

অনেকেই সিসি ক্যামেরার নাম শুনলেই মনে করে অনেক বড় বড় সেটাপ আনতে হবে, সার্ভার বসাতে হবে, হার্ডড্রাইভ লাগাতে হবে কিংবা ইলেকট্রিক ওয়্যারিং এর ব্যাপার আছে, অনেক জায়গায় মাউন্ট করতে হবে, অনেক ক্যামেরা এক সাথে লাগাইতে হবে।

কিন্তু এখন স্মার্ট আইপি ক্যামেরা বের হওয়াতে এসব ঝামেলা একদমই করতে হয় না। আপনার মোবাইল ফোন চার্জিংয়ের মতো এসব ক্যামেরাও চার্জিংয়ে দিলে অটোমেটিক্যালি চলতে থাকবে।

এবার চলুন আমরা Dahua Hero A1 এর বক্স এক্সেসরিজ নিয়ে কথা বলি।

Dahua Hero A1 বক্স এক্সেসরিজ

এর বক্সে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি চার্জিং এডাপ্টার। সাথে পাবেন একটি Micro USB cable। এটাকে মাউন্ট করার জন্য স্ক্রু, ওয়ালে লাগানোর জন্য পিন ইত্যাদি পেয়ে যাবেন। সো, আপনি এটিকে চাইলেই দেয়ালে বা সিলিংয়ে এটাচ করতে পারেন।

Dahua Hero A1 এর বক্স এক্সেসরিজ

তাছাড়া এই ছোট্ট কিউট জিনিসটা যেহেতু সুন্দরভাবে সারফেসেই রাখা যায়। তাই আপনি চাইলেই এটিকে আলমারি, সেল্ফ বা যেকোন জায়গায় সিক্রেটলি রাখতে পারেন।

এবার আসুন এর বিল্ট কোয়ালিটি নিয়ে কথা বলা যাক।প্রাইস বিবেচনায় এর বিল্ট কোয়ালিটি মোটামুটি বেটার লেগেছে। খুব হাই কোয়ালিটি না হলেও এটিকে চিপ বলা যাবে না।

Dahua Hero A1 ডিজাইন

Usual আইপি ক্যামেরা যেভাবে ডিজাইন করা হয় সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে। এখানে একটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, উপরের দিকে একটা LED light indicator।

পেয়ে যাবেন একটা microSD card লাগানোর slot যেখানে 256GB স্টোরেজের SD card আপনি লাগাতে পারবেন। অর্থাৎ ক্যামেরাটি যা যা রেকর্ড করবে তা এই microSD card এই থাকবে।

Dahua Hero A1 এর পেছনের দিকে যদি তাকাই তাহলে এখানে একটি microUSB port দেওয়া হয়েছে। আমার মনে হয় এই যুগে এসে Dahua-এর USB type-C port দেওয়া উচিত ছিল।

তার পাশেই আছে RJ-45 cable port। এটাতে আপনি সরাসরি Wifi এর মাধ্যমে কানেকশন দিতে পারেন বা ক্যাবলের মাধ্যমেও দিতে পারেন যদি আরো স্ট্যাবল ইন্টারনেট কানেকশন চান।

By the way, এখানে একটা স্পিকার আছে। ছবিতে দেখতে পাচ্ছেন। স্পিকারের সাউন্ড মোটামুটি লাউড ছিল। যদিও কোয়ালিটি আরেকটু বেটার হতে পারত। যদিও Dahua Hero A1 আইপি ক্যামেরায় two way communication প্রোভাইড করে। এটা নিয়ে একটু পরেই discuss করছি।

ভালো ব্যাপার হলো, এটাকে সেটআপ করার সম্পূর্ণ প্রসেস এর বক্সের গায়েই ছবির মাধ্যমে প্রিন্ট করে দেওয়া হয়েছে। একদমই easy method।

Dahua Hero A1 যেভাবে কানেক্ট করবেন

প্রথমেই বক্সের ভিতরে থাকা এডাপ্টার বা ক্যাবলের মাধ্যমে ক্যামেরাটিকে পাওয়ার দিবেন।

এরপর আপনার ফোনে DMSS নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্লে স্টোরে এটি এভেইলেবল। খুব সহজেই ইনস্টল করতে পারবেন।

ইনস্টল করার পর অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটির উপরের কর্নারে একটি প্লাস (+) সাইন আছে। সেটিতে ক্লিক করে ক্যামেরার নিচের QR কোডটিকে স্ক্যান করলে কানেক্ট হয়ে যাবে।

Dahua Hero A1 ফিচারস

এই আইপি ক্যামেরাটিতে চমৎকার কিছু ফিচারস এড করা হয়েছে। মাত্র ৩৩০০ টাকার এই প্রোডাক্টটির ফিচারগুলো সত্যিই আমাকে অভিভূত করেছে। আসলে একদমই আপনার বাসা বা কর্মস্থলের প্রোপার সিকিউরিটির কথা চিন্তা করে Dahua তাদের এই সিসি ক্যামেরাটি ডেভেলপ করে। সব ফিচারস নিয়ে এই রিভিউ আর্টিকেলে আলোচনা করা হয়েছে

Dahua Hero A1 Camera 

এর ক্যামেরা হলো 3MP এর। অবশ্য, আইপি ক্যামেরায় এতো হাই রেজুলেশন ক্যামেরার দরকার পড়ে না। 3MP is enough। এই ক্যামেরাটিকে আপনি যে সারফেসে রাখবেন সেখান থেকে অলমোস্ট 360° কাভার করতে পারবে। এমনকি, উপর নিচও করতে পারবে।

Video recording codec

আপনি চাইলে এটির রেকর্ডেড ভিডিওটি ইন্টার্নাল স্টোরেজে (256GB microSD card) স্টোর করতে পারবেন। 256GB স্টোরেজে আপনি চাইলে 20 দিনের মতো ফুটেজ স্টোর করতে পারেন।

Dahua Hero A1 এর ভিডিও রেকর্ডিং কোডেক অনেক স্ট্যান্ডার্ড। এটি HEVC কোডেক ভিডিও রেকর্ড করে, যেটি একটি হাই ইফিসিয়েন্সি কোডেক। অর্থাৎ আপনার স্টোরেজের স্পেস কম ব্যাবহার করে অনেক বেশি ভিডিও রেকর্ড করতে পারবে।

Controlling

অ্যাপের মাধ্যমে এটির ভিডিও রেকর্ডিংকে আপনি পৃথিবীর যেকোন জায়গা থেকে লাইভ মনিটর করতে পারবেন। অর্থাৎ আপনি যদি দেশের বাইরেও বসে থাকেন, আপনার অফিস কিংবা বাসায় কি হচ্ছে সব অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন, এমনকি কমিউনিকেটও করতে পারবেন।

Dahua Hero A1 এর মাধ্যমে Two way communication

আপনি অনেক দূরে থাকা সত্ত্বেও অ্যাপের মাধ্যমে এর স্পিকার দিয়ে কথা বলতে পারবেন। ক্যামেরাটির সামনে বসে থাকা লোকটিও চাইলে এর স্পিকারের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে।

এই স্পেশাল ফিচারটির মাধ্যমে আপনি চাইলে অনেকভাবে উপকৃত হতে পারেন। যেমন, কেউ একজন চুরি করতে চাচ্ছে, আপনি এর স্পিকারের মাধ্যমে তাকে ওয়ার্ন করতে পারেন।

বা ওয়াকিটকির মতোও চাইলে এটিকে ব্যবহার করতে পারেন।

Dahua Hero A1 এর Motion detection ফিচার

ক্যামেরাটির আরেকটি চমৎকার ফিচার হলো এর motion detection। এই ক্যামেরার সামনে দিয়ে যদি কোন মোশন বা নড়াচড়া হলে সহজেই এটি ডিটেক্টেড হয়। তাছাড়া আলাদাভাবে Human detection এর ফিচারও আছে।

মানুষ ছাড়াও আপনি যদি অন্য কিছুর মোশন ডিটেক্ট করতে চান অ্যাপ সেটিংস থেকে সেটাও পারবেন। এই ফিচারটির কারণে সবসময় আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে না, আপনার বাসা বা অফিসে অনাকাঙ্ক্ষিত কিছুর নড়াচড়া ডিটেক্ট হওয়া মাত্রই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য এটি অনেক ইউজফুল একটি ফিচার।

Dahua Hero A1 এর Auto tracking ফিচার

এবার আসুন এই চোর ধরার আইপি ক্যামেরাটির আরেকটি ফিচার নিয়ে কথা বলি। এর নাম 'অটো ট্র্যাকিং' ফিচার। অটো ট্র্যাকিং ফিচার এনাবল করা অবস্থায় কোন মানুষ যদি ক্যামেরাটির সামনে দিয়ে হেটে যায় অটোম্যাটিক্যালি সেই মানুষটি ট্র্যাকড হবে। ফিচারটি বেশ অথেন্টিক।

এমনও হতে পারে আপনার ক্যামেরাটি একদিকে সারফেস করা, কিন্তু কেউ এটির বিপরীত দিকে চলে গেল। অটো ট্র্যাকিং ফিচার এনাবল করা থাকলে সেই সাবজেক্টটিকে ডিটেক্ট করার সাথে সাথে ক্যামেরাটিও তার দিকে মুভ করবে।

Dahua Hero A1 এর Night vision ফিচার

Dahua আরেকটি চমৎকার ফিচার এড করেছে ক্যামেরাটিতে। একদম ঘুটঘুটে অন্ধকারে যদি লাইট নিভানোও থাকে ক্যামেরাটি ব্ল্যাক এন্ড হোয়াইট মুডে সবকিছু ট্র্যাক করতে পারবে। অ্যাপ থেকেই আপনি ট্র্যাকিং ভিডিও দেখতে পারবেন।

তাছাড়া Dahua ব্র্যান্ড এর মাল্টিপল ক্যামেরা যদি আপনার বাসায় বা অফিসে লাগানো থাকে তাহলে DMSS অ্যাপটির মাধ্যমে সব ক্যামেরার সার্ভেইল্যান্স গ্রিড আকারে দেখতে পারবেন।

আপনি চাইলে এর সার্ভেইল্যান্স যদি আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য কারো সাথে শেয়ার করতে চান সেটাও অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

কিছু সাজেশন

এবার রিভিউয়ার হিসেবে আমার একটি সাজেশন থাকবে আপনাদের প্রতি। আপনারা এধরনের আইপি ক্যামেরা যদি ব্যাবহার করতে চান তাহলে সাথে একটি মিনি UPS ব্যবহার করলে ভালো হয়। যেটাকে আমরা মোস্ট অফ দ্যা টাইম পাওয়ার ব্যাংক হিসেবে চিনি। এ ধরনের মিনি UPS আসলে রাউটারের জন্য ব্যবহার করা হয়।

UPS ব্যবহার করলে আপনার রাউটার এবং ক্যামেরা দুইটিকেই পাওয়ার আপ করতে পারবেন। অর্থাৎ বিদ্যুৎ লোড শেডিং করলেও দীর্ঘ সময় ধরে ক্যামেরা অন থাকবে।

উপসংহার 

এই ছিল Dahua Hero A1 এর বিস্তারিত সব ফিচারস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আইপি ক্যামেরাটি বাসা বাড়ির সিকিউরিটি হিসেবে কতটা উপযুক্ত হতে পারে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি এর সব ফিচারসগুলো পয়েন্ট আকারে -

✓ LED light indicator

✓ microSD card with 256GB

✓ RJ-45 connection port

✓ Two way communication

✓ Motion detection

✓ Auto tracking 

✓ Night vision

✓ 360° coverage 

রিভিউ করেছেন বাংলাদেশের বিখ্যাত টেক চ্যানেল 'Sohag360'

Post a Comment

0 Comments